আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এফবিআই জানায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলার চুরির পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। ট্রেডার ট্রেইটর নামে একটি গ্রুপ, যেটি ল্যাজারাস গ্রুপ নামে পরিচিত, তারাই এই হ্যাকিংয়ে যুক্ত।
লাজারাস গ্রুপ উত্তর কোরিয়া সরকার-সমর্থিত হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি আগেও বড় ধরনের ডিজিটাল ডাকাতির জন্য দায়ী। যেমন ২০২২ সালে রোনিন গ্রুপের ব্লকচেইন থেকে ৬১৫ মিলিয়ন ডলার চুরি। ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে উত্তর কোরিয়ার সাইবার-যুদ্ধ কর্মসূচি শুরু হয়। ২০২০ সালে মার্কিন এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রায় ৬ হাজার সদস্যের একটি শক্তিশালী সাইবার-যুদ্ধ ইউনিট যা ব্যুরো ১২১ নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটি পরিচালিত হয়।
গত সপ্তাহে ক্রিপ্টো প্ল্যাটফর্ম জানায়, এক হ্যাকার ইথেরিয়াম নামক একটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রার ওয়ালেটের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তাতে থাকা অর্থ একটি অজ্ঞাত ঠিকানায় স্থানান্তরিত করেছে। বাইবিটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বেন ঝৌ বলেন, বাইবিট অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে। এই হ্যাকের ক্ষতি পুনরুদ্ধার করা না গেলেও গ্রাহকদের সব সম্পদ ফিরিয়ে দেয়া হবে। আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারব।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হলো বাইবিট এবং এতে ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এই হ্যাকের খবরের পর গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের অনুরোধ ব্যাপকভাবে বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড পরিমাণে বেড়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দেয়। তবে এই হ্যাক ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধাক্কা।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :