কষ্টের ড্রয়ে কোয়ার্টারে ব্রাজিল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন
কষ্টের ড্রয়ে কোয়ার্টারে ব্রাজিল

শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না ব্রাজিল। কলম্বিয়ার আক্রমণের ঝড় সামলে কষ্টে কোপা আমেরিকার শেষ আটে উঠেছে সেলেসাওরা।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করে ব্রাজিল। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারায় কোস্টা রিকা।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া। দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে শেষ আটের টিকেট পেল ব্রাজিল। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কোস্টা রিকার। তিনটিতেই হেরে তাদের মতো বিদায় নিয়েছে প্যারাগুয়ে।

শেষ আটে ব্রাজিলকে খেলতে হবে প্রতিযোগিতার সফলতম দল ও ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। আর টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্স আপ পানামা।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে শক্তিশালী উগুয়ের মুখোমুখি হওয়া এড়াতে পারত ব্রাজিল। সেই পথেই ছিল দলটি। ম্যাচের ১২তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা।

অসংখ‍্য ফাউলের ম‍্যাচে সপ্তম মিনিটে একটি ‘বড় ধাক্কা’ খায় ব্রাজিল। হামেস রদ্রিগেসকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। কার্ড খাড়ায় কোয়ার্টার-ফাইনালে খেলা হবে না তার।

৬৯তম মিনিটে রদ্রিগেসের ক্রসে কর্দোবার হেড ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মন্থর হতে থাকে দুই দলের খেলা। বাকি সময়ে গোলের খুব ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

পুরো ম্যাচে গোলের উদ্দেশে ৭টি শটের কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। বল দখলে প্রায় সমান তালে লড়ে যাওয়া কলম্বিয়া ১৩টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পারে। সব মিলিয়ে ম্যাচে ফাউল হয়েছে ৩৩টি। হলুদ কার্ড ৫টি।

বাংলাদেশ সময় আগামী রোববার উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন এই ম্যাচের আগে মাঠে নামবে কলম্বিয়া ও পানামা।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: