বাংলাদেশে কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৪, ২:২৫ অপরাহ্ন
বাংলাদেশে কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের দুই ‘সদস্য’সহ মোট ৫৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি এক অডিও বার্তায় বলেন, “যৌথ বাহিনীর অভিযানে আজ ৪৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ জিপ চালক, কেএনএফের দু্ সদস্যসহ চারজন এবং র‌্যাব একজনকে আটক করেছে। মোট ৫৪ জনকে আটক করা হয়েছে।”

সোমবার গ্রেপ্তাদের একটি তালিকাও পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমে। এতে দেখা যায়, এর মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী। এবং সবাই বম সম্প্রদায়ের।

এর আগে বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছিল, রুমা উপজেলার বেথেল পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন সক্রিয় কেএনএফ সদস্য আটক এবং সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়।

এর আগে রোববার সদর উপজেলা সুয়ালক ইউনিয়নেরর শ্যারন পাড়া থেকে কেএনএফের ‘প্রধান সমন্বয়কে’ গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪।

মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট, কর্মকর্তা-কর্মচারীদের মারধর, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।

রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।

দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।

কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪ এ নিয়ে দিনভর দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব।

এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র: বিডিনিউজ২৪

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: