সাবেক শীর্ষ আমেরিকান কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) রাতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর।
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার।
১৯৩৮ সালে নাৎসি জার্মান হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা কিসিঞ্জার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হন। তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ছিলেন। কিসিঞ্জার একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট না হয়েও মার্কিন পররাষ্ট্র নীতির ওপর একটি নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন।
১৯৭৩ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর কিসিঞ্জারের বিখ্যাত ‘শাটল কূটনীতি’ ইসরাইল ও প্রতিবেশী আরব দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করতে সাহায্য করেছিল।
আপনার মতামত লিখুন :