কারণ আমরা অন্ধ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
কারণ আমরা অন্ধ

কলমের মাথায় ধূসর মেঘ জমেছে,
প্রগতিশীলের মস্তিষ্কে তৈলমর্দনের আখরা।
যুগের হুজুগে চায়ের দোকানে নিয়মিত,
পা’য়ের উপর পা রেখে উল্টাচ্ছে গদির পৃষ্ঠা।
কনডেম সেল থেকে ভেসে আসছে রোজ গণতন্ত্রের আহাজারি চিৎকার।
নোনা জলের শিশিরে লেপটে যায় রোজ,
প্রথম শিহরণকাঙ্খি কুমারীর মেহেদী।
থরথর কব্জিতে, জমে যাওয়া আঙুলের খোঁচায়, হররোজ সিঁথির সিধুর মুছচ্ছে সদ্য বিধবা তরুণী।
প্রেমের মিছিলে পোষা পেয়াদার হানা,
প্রেমিকের পিঠে বড় করে এঁকে দেওয়া হয় রক্তজবা, চোখ উফরে ফেলে অনুপম ডিজাইনে,
হার গুলো ভাঙ্গা হয় একটি একটি করে পরম যত্নে।
প্রেমিকাকে তুলে নিয়ে বুকের উপর কুসুমিত যত্নে “ধর্ষণী” ছিল সেটে দেওয়া হয়।
আহ। কি সুন্দর প্রেমের মিছিল।
স্যাটালাইটে রোজ রাজহংসীর গলা,
উদ্যানে, আহ্ স্নেহের প্রেম।
রাতের আঁধারে স্বৈরকুকুরের হাড্ডি চুরির কারসাজি।
ডিজিটাল পিওনেরা চিঠি বদল করে দিচ্ছে রোজ।
কবিরা চোখে কাঠের চশমা সেঁটে, কানে কংক্রিটের দরজা লাগিয়ে,
বিভোর মগ্ন প্রণয়নের কবিতা লিখতে।


মোঃ আরিফুল ইসলাম আকাশ
শিক্ষার্থী : ঝালকাঠি সরকারি কলেজে,
বিবিএ দ্বিতীয় বর্ষ।
নলছিটি, ঝালকাঠি

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: