আবারও কুটনৈতিক উত্তেজনা বাড়ল ভারত ও কানাডার মধ্যে।কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয়কুমার বর্মাকে অটোয়া ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ উল্লেখ করায় চরম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এর প্রেক্ষিতে কানাডার ৬ কূটনীতিককে সোমবার বহিষ্কার করেছে নয়াদিল্লি।
২০২৩ সালে ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে।ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খালিস্তানপন্থিরা।সেসময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই হত্যার সাথে ভারত জড়িত সন্দেহ প্রকাশ করে বক্তব্য রাখেন।এমনকি হরদীপ সিং নিজ্জার এর হত্যার তদন্তে সহোযোগিতা করার জন্য নয়াদিল্লিকে অনুরোধ করেন। এর পর থেকেই দুই দেশের সম্পর্কের চির ধরে।
ভারত কানাডার কুটনীতিকদের আগামী শনিবারের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
ভারত সরকার একইদিন কানাডা থেকে তার হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব ও আরও পদক্ষেপের হুমকি দেয় নয়াদিল্লি। এর কয়েক ঘণ্টা পরেই কানাডার কূটনীতিকদের বহিষ্কারের এই সিদ্ধান্ত এল।
এনডিটিভি অনলাইন
আপনার মতামত লিখুন :