কক্ষপথ পর্যবেক্ষণের ছবি পাঠালো চীনের আইনস্টাইন প্রোব


অনলাইন ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
কক্ষপথ পর্যবেক্ষণের ছবি পাঠালো চীনের আইনস্টাইন প্রোব

কক্ষপথ পর্যবেক্ষণের ছবি পাঠিয়েছে চীনের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত উপগ্রহ আইনস্টাইন প্রোব (ইপি)। উপগ্রহটি চলতি বছরের জানুয়ারিতে মহাকাশে পাঠানো হয়েছিল

শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৪ চোংকুয়ানছুন ফোরামে এই ছবিগুলো তুলে ধরা হয়।

নতুন এক্স-রে সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহাবিশ্বের রহস্যময় ও ক্ষণস্থায়ী ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে ইপি। মূলত লবস্টার মাছের চোখের কার্যকারিতা থেকে অনুপ্রাণিত হয়ে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে।

অর্থাৎ লবস্টার মাছের চোখের জটিল কাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে মহাবিশ্বের রহস্যময় ও ক্ষণস্থায়ী ঘটনা পর্যবেক্ষণের জন্য এই নতুন এক্স-রে সনাক্তকরণ প্রযুক্তি তৈরি করা হয়।

চীনের বিজ্ঞান একাডেমীর জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণালয়ের গবেষক এবং ইপি মিশনের প্রধান ইউয়ান ওয়েইমিন বলেন, এই বছরের ৯ জানুয়ারি প্রোবটি উৎক্ষেপণের পর থেকে কমিশনিং পরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে ইপি উপগ্রহ এবং এর বৈজ্ঞানিক যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘উপগ্রহটি উৎক্ষেপণের পর থেকে আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল উপগ্রহ এবং বৈজ্ঞানিক পেলোড অবস্থা যাচাই করা। আমরা প্রচুর পর্যবেক্ষণমূলক তথ্য সংগ্রহ করেছি এবং আজ আমরা এই পর্যবেক্ষণের প্রাথমিক ফলাফল জনসমক্ষে উপস্থাপন করেছি। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমরা বেশ কিছু বিষয়ে জানতে পেরেছি। এছাড়া তথ্যগুলো আমাদের যন্ত্রের কার্যকারিতা নিশ্চিত করে।’

কমিশনিং পর্যায়ে ১৭টি এক্স-রে এবং ১২৭টি নক্ষত্রের দ্যুতি ছড়ানো ধরতে সক্ষম হয়েছে ইপি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: