বাঙালি জাতির ঐতিহাসিক বিজয়ের দিন, প্রতিবছর এই দিনটি আসে বাঙালি জাতিকে বিজয়ের আনন্দের, পুনর্জাগরণের আর স্বজন হারানোর বেদনার সংস্পর্শে। ১৯৭১ সালের বৃহস্পতিবার ১৬ই ডিসেম্বরেই হানাদার পাকিস্তানি বাহিনী পর্যুদস্ত হয়, আসে মুক্তির স্বাদ। পাকিস্তানিদের দ্বারা বন্দী সুদীর্ঘ ২৩ বছরের শোষণ, বঞ্চনা আর অত্যাচার-নির্যাতনের সমাপ্তি ঘটে। বিশ্বের বুকে রচিত হয় এক নতুন ইতিহাস, নতুন মানচিত্র রচনা করার ইতিহাস, জন্ম হয় একটি নতুন পতাকার, একটি স্বাধীন রাষ্ট্র যায় নাম বাংলাদেশ। প্রতি বছর এ জন্যই এই দিনটিকে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।
প্রতিটি বিজয়ের মুহূর্তে আপনার জীবন বয়ে আনুক অজস্র আনন্দ। AusBangla News পরিবারের পক্ষ থেকে সবার জন্য রইলো ঐতিহাসিক বিজয় দিবসের শুভেচ্ছা!
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
আপনার মতামত লিখুন :