আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি জিম্মি মুক্তির আগে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস। যেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় গাজাবাসীদের। এবার খুন হওয়া জিম্মিদের লাশ হস্তান্তরের জন্যও মঞ্চ তৈরি করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি।
ছবিটিতে আরবি, ইংরেজি এবং হিব্রুতে লেখা হয়েছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং জায়নবাদী যুদ্ধবিমান দিয়ে হত্যা করেছে।’আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘যুদ্ধের প্রত্যাবর্তন, কফিনে আপনার বন্দিদের ফিরে আসা।’ একটি প্ল্যাকার্ডে ‘সংখ্যায় জায়োনিজম নাৎসিজম’ লেখা ছিল।
এদিকে বুধবার ইসরাইল নিশ্চিত করেছে চার লাশের সঙ্গে আরও ৬ জিম্মিকে ফেরত পাবে তারা। জিম্মিরা হলেন- শিরি বিবাস, তার দুই ছেলে এরিয়েল বিবাস এবং কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। এর ফলে হামাসের বন্দিদশা থেকে ৫০৩ দিন পর মুক্তি পাবেন তারা। তাদের গত ৭ অক্টোবর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাস। উল্লেখ্য, এ পর্যন্ত ১৯ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিয়ে অন্তত ১ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করেছে হামাস।
আপনার মতামত লিখুন :