

কনটেন্টে শিশু নিপীড়নের মতো ঘটনা বন্ধে এক্সের ভূমিকা জানতে চেয়েছিল অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশন। এ নিয়ে একটি তদন্তও পরিচালনা করেছে সংস্থাটি। ওই তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এক্সকে ৩ লাখ ৮৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বর্তমান এক্স ও সাবেক টুইটারের মালিকানায় পরিবর্তন আসার পর থেকে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো প্লাটফর্মটির কনটেন্ট মডারেশন ব্যবস্থা। এটি নিয়ে অভিযোগ বাড়তে থাকায় বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে এক্স। এর মধ্যে আবারো জরিমানার শিকার হলো ইলোন মাস্ক মালিকানাধীন প্লাটফর্মটি।
অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশন এক্সকে জরিমানা করেছে। সংস্থাটির দাবি, প্লাটফর্মে শিশু নিপীড়ন সংশ্লিষ্ট কনটেন্ট বন্ধে কোম্পানি কত সময় নেয় বা কোন পদ্ধতিতে এগুলো শনাক্ত করা হয় এক্স সেগুলোর জবাব দিতে ব্যর্থ হয়েছে।
অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট বলেন, ‘আপনার কাছে যদি এসব প্রশ্নের জবাব থাকে বা আপনি বিশ্বব্যাপী অবৈধ কনটেন্ট ঠেকানোর মতো যথেষ্ট জনবল বা প্রযুক্তি রাখাকে অগ্রাধিকার দেন, তবে বিষয়টি সহজ।’ ২০১৬ সাল পর্যন্ত টুইটারের জননীতি বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। জুলি ইনম্যান বলেন, ‘অবৈধ কনটেন্ট ও প্লাটফর্মের কার্যবিধি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে না পারার একমাত্র কারণ হতে পারে, আপনাদের কাছে এর জবাব নেই।’
আরও পড়ুনঃ ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন




































আপনার মতামত লিখুন :