একটা সাক্ষাৎকার দিলাম ছাত্রলীগ বিষয়ে – রাখাল রাহা


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১:০১ অপরাহ্ন
একটা সাক্ষাৎকার দিলাম ছাত্রলীগ বিষয়ে – রাখাল রাহা

১. বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কারা করে?

– উচ্চবিত্ত বা ক্ষমতার শিখরে থাকা কারো ছেলেমেয়ে ছাত্রলীগ করে না, করে এদেশের নিম্নবিত্ত-মধ্যবিত্ত সাধারণ অভিভাবকের মেধাবী ছেলেমেয়েরা।

২. কেন করে?

– না করলে উপায় থাকে না, হল-হোষ্টেলে ওঠা যায় না, উঠলেও থাকা যায় না, আরো বহু রকমের সমস্যা হয়।

৩. তা হলে সাধারণের মেধাবী ছেলেমেয়েরা ছাত্রলীগে গিয়ে এমন খুনী, দুর্বৃত্ত, চাঁদাবাজ হয় কেমন করে? এটা কি পরিবারের দোষে?

– না, পরিবারের দোষ নয়। এটা হয় মূলত ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার কারণে, কারণ তিনি ছাত্রলীগকে এভাবেই দেখতে চান।

৪. এতোটা নিশ্চিত হচ্ছেন কেমন করে? তিনি এমনটাই চান তা কিভাবে বুঝবো?

– বুঝবেন এভাবে যে, বুয়েটে আবরার হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার পরও তিনি ছাত্রলীগকে তার চরিত্র থেকে একবিন্দুও সরাননি। এরপরও তারা সারাদেশে শিক্ষার্থীদের উপর বহু বহু বর্বরতা পরিচালনা করে গেছে, প্রতিদিন করে চলেছে। এই এখন যে কথা বলছি, কয়েক কোটি শিক্ষার্থী, এখনো কোথাও না কোথাও তাদের উপর বর্বরতা চলছে।

৫. এতে শেখ হাসিনার কি লাভ?

– প্রথম লাভ ক্ষমতার গদি টেকানো ও প্রতিপক্ষকে ঘায়েল করা এবং দ্বিতীয লাভ সাধারণের ছেলেমেয়েদের শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করা।

৬. ছাত্রলীগ কিভাবে ক্ষমতার গদি টেকায় ও প্রতিপক্ষ ঘায়েল করে?

– প্রথমত করে এদেশের সকল রাজনৈতিক পরিবর্তন করেছে যে ছাত্রসমাজ তাদের কিছু অন্যায় সুবিধা দিয়ে আর দেওয়ার প্রলোভনে ফেলে বাকী সকল ছাত্রসমাজকে ভীত-সন্ত্রস্ত ও অনুগত করার মাধ্যমে আন্দোলন-সংগ্রামে তাদের অংশগ্রহণের সুযোগ ও স্বাধীনতা প্রায় নেই করে দিয়ে, এবং দ্বিতীযত যে-কোনো ধরণের আন্দোলনের সম্ভাবনা দেখলেই তাদের উপর ছাত্রলীগ দিয়ে সর্বোচ্চ বর্বরতা চালিয়ে এটা করা হয়।

৭. কোনো দৃষ্টান্ত আছে?

– অনেক, কত শুনবেন! এমনকি কোটা সংস্কার বা নিরাপদ সড়ক আন্দোলনের মতো অরাজনৈতিক আন্দোলনও তাদের ভয়াবহ বর্বরতার শিকার।

৮. আর সাধারণের ছেলেমেয়েদের শিক্ষা ধ্বংস করে তার লাভ কি?

– আমি যেটা বুঝি, এটা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির মাষ্টার প্ল্যানের অংশ, এবং তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমেও গদি সংহত করেন।

৯. আরেকটু স্পষ্ট করেন।

– এদেশের সকল স্তরের শিক্ষা ধ্বংস হলে যে দেশের লাভ সবচেয়ে বেশী, সেই দেশই যেহেতু তাকে ক্ষমতায় রেখেছে, সেহেতু তার সুবিধার বাইরে যাওয়া তার পক্ষে প্রায় সম্ভব নয়। তাছাড়া শিক্ষা মানসম্মত হলে সাধারণের সন্তানেরা সে-উপযোগী আর-সব ব্যবস্থাও চাইবে বা নির্মাণ করতে উদ্যোগী হবে। এতে ক্ষমতার শিখরে যারা থাকে তাদের এবং তাদের ছেলেমেয়েদের অবাধ দুর্নীতি, আয় ও ভোগের জীবন ঝুঁকির মুখে পড়বে।

১০. কিন্তু ছাত্রলীগ নিয়ে যা বলছেন ছাত্রদল-শিবিরের ক্ষেত্রেও কি এসব একইভাবে প্রযোজ্য নয়?

– মাত্রা-পরিমাণগত অনেক পার্থক্য রয়েছে, তবে গুণগত পার্থক্য তেমন নেই।

১১. এটা কিভাবে বলছেন?

– অভিজ্ঞতা থেকে বলছি, জীবন থেকে বলছি।

রাখাল রাহা, চিরবিরহী আর চিরবিদ্রোহী কবি নজরুলের জন্মদিনে, ২০২৩

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: