উন্নয়নশীল দেশের প্রক্রিয়া সময় নিয়ে বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
উন্নয়নশীল দেশের প্রক্রিয়া সময় নিয়ে বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ : রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না সরকার। সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে।

ড. সালেউদ্দিন বলেন, যত বেশি দেশের সঙ্গে সম্ভব, মুক্তবাণিজ্য চুক্তি সই করবে সরকার। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীরা বাণিজ্য নিয়ে সবসময়ই উদ্বিগ্ন। তাদের নানা সুযোগ-সুবিধা দরকার, এ বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: