ইন্দোনেশিয়ায় ১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে: মাইক্রোসফট


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় ১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে: মাইক্রোসফট

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকতা সত্য নাদেলা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে জাকার্তায় সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ শেষে একটি বড় ঘোষণা করেন তিনি। সিইও ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়ার ক্লাউড কম্পিউটিং ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অবকাঠামোতে এক দশমিক সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। আগামী চার বছরে এই বিনিয়োগ করতে চলেছে।

আমরা সকলেই কম বেশি পরিচিত এআই সম্পর্কে। যা কিছু অসম্ভব তা নিমেষে সম্ভব করে এআই।এআই এর হাত ধরে কাজ এখন খুব সহজ হয়ে গেছে। এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর এই নতুন প্রজন্ম মানুষ কীভাবে বাঁচবে, কীভাবে কাজ করবে, কেমন দক্ষতার হবে তার একটি নতুন আকার তৈরি করবে। এই নিয়ে গবেষণাও করা হবে।

জানা গেছে, এই বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো, দক্ষতা ও ডেভলপারদের সাহায়্য করা হবে, যা ইন্দোনেশিয়াকে উন্নতির শিখরে উঠতে সাহায্য করবে। ক্লাউড কম্পিউটিং হলো বিশাল বড় বড় কম্পিউটার যার মাধ্যমে গোটা ইন্টারনেট চলে। এবার সেই কম্পিউটিং ও এআই অবকাঠামোতে অর্থ বিনিয়োগ করবে মাইক্রোসফট কোম্পানি। এটি এআই ও ডিজিটাল প্রযুক্তিতে ইন্দোনেশিয়ায় আট লাখ ৪০ হাজারসহ এশিয়ার ২৫ লাখ মানুষকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে।

তবে শুধু ইন্দোনেশিয়া নয়, সম্প্রতি জাপানে ডাটা সেন্টারে ২৯০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে মাইক্রোসফট। ২০২৫ সালের মধ্যে এই বিনিয়োগ করবে কোম্পানিটি। এটাই হবে জাপানে তাদের সবচেয়ে বড় বিনিয়োগ। ক্লাউড সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস। বিশ্বে মাইক্রোসফটের অবস্থান দ্বিতীয়। এবার সব থেকে বড় বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট।

জানা গেছে, তিন বছরে ৩০ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোম্পানিটি জাপানে একটি এআই-সম্পর্কিত রিস্কিংলিং প্রোগ্রাম ঘোষণা করার পরিকল্পনাও করেছে। এখানেই শেষ নয়, রোবোটিক্স ও এআই-এর ওপর গবেষণা ও উন্নয়নের জন্য টোকিওতে একটি নতুন ল্যাব স্থাপন করতে চলেছে মাইক্রোসফট।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: