ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ প্রসঙ্গে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (স্থানীয় সময়) দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হওয়ায় প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন, জুনিয়র। উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের শিকড় প্রোথিত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনের মধ্যে। দুই দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন বাইডেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে যে সংস্কারের নতুন অ্যাজেন্ডা নেয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন বাইডেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: