ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ২:০৫ অপরাহ্ন
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে ৯৩টি মিসাইল ও ২০০ ড্রোন ছুঁড়েছে রাশিয়া। 

প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর এটা অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র। নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী।
 
স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের পোকরোভস্ক অঞ্চলে একদিনে বেশ কয়েকবার রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্র হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: