ইউরোপীয় ইউনিয়নের আমদানি ও রফতানি নিম্নমুখী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৩:১২ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের আমদানি ও রফতানি নিম্নমুখী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি ও রফতানি নিম্নমুখী হয়েছে। ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য বাণিজ্য হ্রাস সম্পর্কিত উদ্বেগ তুলে ধরেছে। রফতানি টানা তিন প্রান্তিকে কমেছে, যখন আমদানি গত চার প্রান্তিক ধরে কমছে।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ইইউ রফতানি ও আমদানি যথাক্রমে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ দশমিক ২ ও ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইইউ ১ হাজার ৮০০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে, যা ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের ৬৯০ কোটি ইউরো উদ্বৃত্তের চেয়ে বেশি।

আমদানি উৎপাদিত পণ্যে কমেছে ৬৬০ কোটি ইউরো, যন্ত্রপাতি ও যানবাহনে কমেছে ৬২০ কোটি ইউরো, বিদ্যুতে কমেছে ৪৭০ কোটি ইউরো।

রফতানি কমেছে যন্ত্রপাতি ও যানবাহনে ৬৯০ কোটি ইউরো, উৎপাদিত পণ্যে কমেছে ২৭০ কোটি ইউরো, বিদ্যুৎ ও রাসায়নিক রফতানিতে যথাক্রমে ৩৪০ কোটি ও ৩২০ কোটি ইউরো বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে খাদ্য ও পানীয়ের জন্য ১ হাজার ৫৬০ কোটি ইউরো, রাসায়নিকের জন্য ৫ হাজার ৪০ কোটি ইউরো এবং যন্ত্রপাতি ও যানবাহনের জন্য ৪ হাজার ৯৬০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত ছিল। বাণিজ্য উদ্বৃত্তগুলো ব্যয়বহুল আমদানি ব্যয় যেমন আমদানীকৃত বিদ্যুতের জন্য ৯ হাজার ৪০০ কোটি ইউরোর ঘাটতি এবং আমদানীকৃত কাঁচামালের জন্য ৬০০ কোটি ইউরোর ঘাটতি মোকাবেলায় কাজ করেছে।

সূত্র: ইউরো নিউজ ও বর্ণিক বার্তা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: