‘হার্লে কুইন’ খ্যাত মার্কিন শিল্পী আরলিন সরকিন আর নেই


অনলাইন ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
‘হার্লে কুইন’ খ্যাত মার্কিন শিল্পী আরলিন সরকিন আর নেই

‘হার্লে কুইন’খ্যাত মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও টিভি ব্যক্তিত্ব আরলিন সরকিন মারা গেছেন। ডিসি প্রখ্যাত পরিচালক ও ডিসি কমিকসের প্রধান নির্বাহীর একজন জেমস গান নিশ্চিত করেছেন।

২৪ আগস্ট অভিনেত্রী মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স ৬৭ বছর। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৮২ সালে স্যাটারডে নাইট লাইভে ব্যাকগ্রাউন্ড অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আরলিন। ১৯৮৭ সালে সিচুয়েশন কমেডি ‘ডুয়েট’-এ দেখা যায় তাকে। এরপর ‘ওপেন হাউস’, ‘ড্রিম অন’, ‘পেরি ম্যাসন: দ্য কেস অব দ্য কিলার কিস’সহ বেশ কয়েকটি কাজ করেন আরলিন।

১৯৯২ সালে ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ হার্লে কুইন চরিত্রে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার নতুন পথচলা। বেশ কিছু কাজ করলেও তিনি ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘হার্লে কুইন’ হিসেবেই।

আরো পড়ুন: রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: