অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গত ৯ নভেবম্বর রোববার সিডনিস্থ লাকেম্বা লাইব্রেরি হল মিলনায়তনে অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খশরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি সর্বস্তরের অস্ট্রেলিয়া বিএনপির নেতা কর্মীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবেসের শুভেচ্ছা জানিয়েছেন।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্নসাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ ও অস্ট্রেলিয়া বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মশিউর রহমান মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত এবং দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধক্ষ্য জনাব মনজুরুল হক আলমগীর।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদুল হক। তিনি ভারপ্রাস্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মিদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য কথা বলেন তিনি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক জানাব মোহাম্মদ হায়দার আলী।

আসন্ন নির্বাচনের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্ভব হলে বাংলাদেশে তাদের নিজ নিজ এলাকায় দলীয় কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীতাবাদী ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় সদস্য।

বিশেষ বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যাককে দলীয় কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি সেলিম লকিয়ত, মোবারক হোসেন, মোহাম্মদ ফয়জুর চৌধুরী, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক মো: কামাল হোসেন, ভিক্টোরিয়া বিএনপির আহবায়ক মো: আরিফ খান, কুইন্সল্যান্ড বিএনপির আহবায়ক সাঈদ চৌধুরী, তাসমানিয়া বিএনপির আহবায়ক মাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, ঢাকা বিশ্ববিদ্যলের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রিজভী আহমেদ, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালযের অধ্যাপক ড. শাহ মিয়া শরিফ, যুবদল অস্ট্রেলিয়ার আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেছাসেবক দল অস্ট্রেলায়ার আহ্বায়ক মশিউর রহমান তুহিন, সদস্য সচিব জাহিদুর রহমান, যুবদল অস্ট্রেলিয়ার সদস্য সচিব ফারুক খান, জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব হাসনা হেনা, অস্ট্রেলিয়া বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো: বাদশা বুলবুল এবং অস্ট্রেলিয়া বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ।

সভাপতির ভাষণে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি জনাব এ.এফ.এম. তাওহীদুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার ভূমিকা এবং তার দেশপ্রেম সততা, বুহুমুখি কর্মময় জীবন নিয়ে আলোচনা করে সকলকে তার অনুন্মরণ করার আহবায়ক জানিয়েছেন।

হল ভর্তি বিএনপি নেতাকর্মিদের উপস্থিতে অনুষ্ঠানটি প্রণবন্ত হয়ে ওঠে। কুইন্সল্যান্ড বিএনপির নেতকর্মিরা আহ্বায়ক সাইদ চৌধুরী এবং সদস্যসচিব জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ব্রিসবেনের একটি হলে সমবেত হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুরুপভাবে ওয়েষ্টার্ণ ওয়েস্ট্রেলিয়ার পার্থের একটি পার্কে সদস্য সচিব ফয়সাল মাহমুদের নেতৃত্বে নেতাকর্মিরা সমবেত হয়ে অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামন, সহ-সাংগঠনিক গোলাম ফারুকী নাদিম ও আসওয়াদুল হক বাবু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, খাজা দাঊদ হোসান, কামরুজ্জান হওলাদার সম্রাট, মোকসেদ আলম দিপু, সারোয়ার হোসেন শিকদার, মোবারক মিয়া, মফিজুল ইসলাম সাগর, আমিনুর রহমান, ইন্জিনিয়ার রেজানুর রহমান রুপন, নুরুল হক নূর, আবু বকর সিদ্দিক, শেখ মোহাম্মদ থমাস, ইন্জিনিয়ার মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রহুল আমিন, মোহাম্মদ জসিম উদ্দিন, খাদিজা জামান রুপম, মোতাহের হোসেন, আব্দুল আলীম, মোহাম্মদ আলী, মোহাম্মদ মজিবুর রহমান, আবুল হোসেন, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, খায়রুল আমিন, রানা শেখ, রায়হান তালুকদার, মোহাম্মদ মহসিন, মাহিরুল ইসলাম, মোহাম্মদ সাজেদুর রহমান, আব্দুল মবিন প্রমুখ।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: