অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : গতকাল সোমবার (৪ নভেম্বর) মেয়েদের নতুন এফটিপি ঘোষণা করেছে আইসিসি। ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ এর এপ্রিল পর্যন্ত চার বছরের চক্রে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। উইমেনস চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে দল বেড়েছে একটি।

নতুন চক্রে জিম্বাবুয়ের নারী দলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে দল বাড়লেও আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে। চলমান উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের কাজ করছে। আগামী উইমেনস চ্যাম্পিয়নশিপও ২০২৯ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের কাজ করবে।

নতুন এফটিপি অনুযায়ী বাংলাদেশ সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষেও। ঘরের মাঠের সেই সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও থাকছে তিনটি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে ছাড়াও ঘরের মাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর দেশের বাইরে সিরিজ আছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। প্রত্যেকটি ওয়ানডে সিরিজের সঙ্গে থাকবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানারা। নতুন এফটিপিতে শুধু দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়েও ২৭টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

দ্বিপাক্ষিক সিরিজের বাইরেও এই সময়ে বাংলাদেশের পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সম্ভাবনা আছে। ২০২৫ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ এ যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ এ মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

উল্লেখ্য, ২০২৫ বিশ্বকাপে খেলবে ৮দল। এছাড়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২দল, ২০২৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬দল এবং ২০২৮ অলিম্পিকেও দলসংখ্যা ৬। তবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। 

  

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: