বৃহস্পতিবার ৮ আগস্ট অষ্ট্রেলিয়ান ফরেন এফেয়ারস এসিস্ট্যান্ট মিনিস্টার টিম ওয়াটস এমপি এবং সিটিজেনশীপ ও মাল্টিকালচারাল এফেয়ারস এসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়েন হিল এমপি অষ্ট্রেলিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি এবং সংগঠনের নেতৃবৃন্দ সাথে বৈঠক করেন। সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে সকাল ১১ টা ৩০ পর্যন্ত ভার্চুয়াল মিটিং এ মন্ত্রী মহোদ্বয়গন বাংলাদেশের সাথে অষ্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা কমিউনিটি নেতৃবৃন্দের মতামত শোনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অষ্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে অংশগ্রহনকারী কমিউনিটি সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিনিধি মোঃ মোসলেউদ্দিন হাওলাদার আরিফ, কেনবেরা থেকে অস্ট্রেলিয়া অব দা ইয়ার নাজমুল হাসান, ভয়েস অব অস্ট্রেলিয়ার ড. নার্গিস বানু, কাউন্সিলর ড. সাব্রিন ফারুকী, মিলন ইসলাম, বিএএনএসডাব্লিউ’র মোঃ আবুল হাছান, গ্রামীনের প্রমেথিও সিদ্দিকী, অনলাইন একটিভিস্ট মুন্নি চৌধুরী মেধা, প্রফেসর আনিসুজ্জামান, কমিউনিটি নেতা এএনএম মাসুম, আবু রেজওয়ান চৌধুরী, আনিসুর রহমান প্রফেসর তপন প্রমূখ।
অংশগ্রহনকারীরা অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরুর বিষয়ে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য অস্ট্রেলিয়া সরকারের কাছে দাবি জানিয়েছেন। তারা আইসিসিতে মামলা দায়ের সহ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লুটেরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে অস্ট্রেলিয়ার সরকারকে অনুরোধ করেন।
তারা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি খুনি ও টাকা প্রাচার কারিদের আশ্রয় না দেওয়ার জন্যও অনুরোধ করেন। এছাড়াও অষ্ট্রেলিয়া যেন তৃতীয় কোন দেশের মাধ্যমে দু দেশের সম্পর্ক উন্নয়ন না করে সরাসরি বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দু দেশের সম্পর্ক উন্নয়নের অনুরোধ করেন।
মন্ত্রী মহোদ্বয়গন বাংলাদেশের পরিস্থিতির উপর অষ্ট্রেলিয়ার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশে শান্তি ও গনতন্ত্র ফিরিয়ে আনতে অষ্ট্রেলিয়া সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করে যাবে। পাশাপাশি আমরা বাংলাদেশের সাথে ওয়ান টু ওয়ান সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর।
আপনার মতামত লিখুন :