৭ টি লাশ ভেট দিয়ে দিয়ে বিচার আদায়


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
৭ টি লাশ ভেট দিয়ে দিয়ে বিচার আদায়

জনতা হাল ছাড়ে নাই। বিচার আদায় করে নিয়েছে। নিরীহ ও বিচার প্রত্যাশী ৮ জনতার লাশ এর বিনিময়ে ২ ধর্ষক পুলিশের লাশ। খালেদা জিয়া সরকারের হিসাবের পাল্লা কোন দিকে দোলে? জনতার দিকে নাকি পুলিশের দিকে? সব সরকার পুলিশ কে ব্যবহার করে জনতার বিপক্ষে। হালুয়া রুটি খেয়ে মোটা তাজা হয় পুলিশ।

ঠিক সে কারণেই জিয়ায়ে রাখতে হয় ‘ইয়াবা’। প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে ইয়াবা যেন কথায় কথায় পুলিস দিতে পারে ইয়াবা কেইস। কেবলই পুলিশ সহ ক্ষমতাবানদের ‘উন্নয়ন’ (মোটা তাজা করন) অতঃপর বিদেশে স্থায়ী বসবাস।

হাল ছাড়ে নাই জনগণ। জনগণ নিজেদের ৭ (সাত) জনকে বলি দিয়ে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার দায়ে ২ পুলিশের ফাঁসি আদায় করে নিয়েছে। হা হা হা

কেন বার বার জনগণকেই তপ্ত বুলেট বুকে পেতে নিতে হয়?
কেন বিচার চাইলেই সকল সরকার হুকুম দেয় জনগণের বুক ফুটো করে দিতে?
জনগণ যে কোন হত্যার বিচার দাবী করলেই সরকারকে ভেট (উপহার) দিতে হয় কেন নিজেদের লাশ?

আদীল
ঢাকা – ২৬.০৮.২০২০

2021-01-30 06:29:31
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: