লুটন টাউনকে বিধ্বস্ত করে এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বিশাল বড় ব্যবধানের এই জয়ে একাই পাঁচ গোল করেছেন আর্লিং হলান্ড।
প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে লুটনকে তাদেরই মাঠে ৬-২ গোলে উড়িয়ে দেয় সিটি। পেপ গুয়ার্দিওলার বিজয়ী দলের হয়ে অন্য গোলটি করেন মাতেও কোভাচিচ। হলান্ডের প্রথম চার গোলেই সহকারীর ভূমিকায় ছিলেন কেভিন ডি ব্রুইন।
সিটির হয়ে এদিন অষ্টম হ্যাটট্রিক করেন হলান্ড। সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে এ নিয়ে দুবার পাঁচ গোল করার কীর্তি গড়লেন নরওয়ের এই স্ট্রাইকার।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লাইপজিগের বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে একাই ৫ গোল করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পাশে নাম লিখিয়েছিলেন হলান্ড।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে রেলিগেশন অঞ্চলে থাকা লুটনের হয়ে এদিন বিরতির ঠিক আগে ও পরে দুই গোল করে ব্যবধান কমান জর্ডান ক্লার্ক।
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে দুর্দান্তভাবে নিজেদের শানিয়ে নিল সিটি। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রান সাড়ে ন’টায়।
আপনার মতামত লিখুন :