দুদিন আগেই ভারতের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি। দেশবাসীকে চমকে দিয়ে রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। এবার দিল্লির রেকর্ড ভেঙে ফেলল মহারাষ্ট্র।
গত ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। বলার অপেক্ষা রাখে না, ভারতের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। এবং পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম।
শুধু গরম বললে ভুল বলা হবে গত প্রায় এক মাস ধরে কার্যত তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে গোটা উত্তর ভারত। এই ভাজা পোড়া গরমে নাজেহাল অবস্থা দেশবাসীর। ‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, আবহাওয়া ভবনের তরফ থেকে নাগপুরে ৪ টি অটোমেটিক ওয়েদার স্টেশন তৈরি করা হয়েছে। তার একটিতেই তাপমাত্রার পারদ ওঠে ৫৬ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। ১৯১৩ সালের ১০ জুলাই এখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৫৬.৭ ডিগ্রিতে। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি পিছিয়ে ছিল নাগপুর। এর পাশাপাশি সোনেগাঁওয়ে ৫৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
যদিও তাপমাত্রার এই রিপোর্ট একেবারে সঠিক বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তাদের দাবি, ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলির সেন্সরে গোলযোগ দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রার পারদ যা দেখাচ্ছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও।
আপনার মতামত লিখুন :