৩ দফায় সময় বাড়িয়ে মেজর সিনহা হত্যা মামলার প্রতিবেদন দিতে পরেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
৩ দফায় সময় বাড়িয়ে মেজর সিনহা হত্যা মামলার প্রতিবেদন দিতে পরেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

সেনাবাহিনির সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে দেয়া সম্ভব না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আবারও তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হবে বলে তারা জানান।

গত ৩১ জুলাই দিবাগত রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তখন পুলিশ দাবি জানিয়েছিল সিনহা গুলি করতে উদ্যত হওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে। পুলিশের এমন দাবির ভিত্তিতে গত ১ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরদিন কমিটি পুনর্গঠন করা হয়।

গঠিত কমিটি ৩ দফা সময় বাড়িয়েও প্রতিবেদন জমা দিতে পারেনি।। ৩১ আগস্ট সর্বশেষ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ থাকলেও সেদিন তারা পারবে না। আবারও সময় চেয়ে আবেদন করবেন কমিটি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (ঈদুল আজহার আগের রাত) সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

2021-01-30 06:29:31
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: