বাংলাদেশের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি, ছোট দলগুলোর


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৩:২৬ অপরাহ্ন
বাংলাদেশের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি, ছোট দলগুলোর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরকার পতনের একদফা দাবি আদায়ে আন্দোলন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া ভোটে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাম ও ডানপন্থি বেশ কয়েকটি দল।

এমন পরিস্থিতিতে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে নানা উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটার উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে নানা কৌশল নিয়ে ভোটের হিসাব কষছে। তারই অংশ হিসেবে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

তবে তারা যেন বিনাভোটে জয়ী হয়ে না যান সেই কৌশল হিসেবে দলের সামর্থ্যবান নেতাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশনা রয়েছে হাইকমান্ড থেকে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও প্রায় সব আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। বসে নেই ‘কিংস পার্টি’ খ্যাত ছোট দলগুলো। জোটগত কিংবা এককভাবে তারাও ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে। ক্ষমতাসীনদের পরামর্শেই দলগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ।

এদিকে ইসি জানিয়েছে, সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করতে হবে না। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো প্রার্থী এর আগে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে সেটির প্রয়োজন নেই।

এদিকে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে জাকের পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। বীর প্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট প্রার্থী দিচ্ছে মোট ১০০ আসনে। এ জোটে নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)। এছাড়া জাতীয় পার্টি (জেপি) ৫০, গণতন্ত্রী পার্টি ৩৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২২৫, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৯, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১৮০, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১২০, গণফ্রন্ট ৫০, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৭০, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ১০০, বাংলাদেশ সুপ্রিম পার্টি ১৫০টি আসনে নির্বাচনে প্রস্তুতি নিয়েছে।

ভোটে যাওয়ার ঘোষণা দিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ, বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারাও। তারা অবশ্য ঠিক কয়টি আসনে প্রার্থী দেবে সে সংখ্যা প্রকাশ করেনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্ক্সবাদী-লেনিনবাদী) জোটগতভাবে ভোট করবে বলে ইসিকে চিঠি দিয়ে জানিয়েছিল। তবে দলগুলো এককভাবেও নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রাখছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমরা দল থেকে এখন পর্যন্ত ১৮০টি আসনে প্রার্থী নির্ধারণ করেছি। তবে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার জন্য শিগগিরই বৈঠক করা হবে।’

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: