২৪ অক্টোবর শুরু বাংলাদেশ- শ্রীলঙ্কা টেস্ট সিরিজ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ১০:৫০ অপরাহ্ন
২৪ অক্টোবর শুরু বাংলাদেশ- শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। সব কিছু ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরবে জাতীয় দল। আগামী ২৪ অক্টোবর প্রথমবারের মতো মাঠে নামবেন তামিম ইকবাল-মুশফিকুর রহীমরা।

গত জুলাইয়ে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সফরে যাওয়ার সম্ভাব্য একটি সময় নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে ঠিক করা হয়েছে খেলার শুরুর সময়। শ্রীলঙ্কার বিমান ধরার আগে ঘরের মাঠে ১০-১২ দিন অনুশীলন করবেন টাইগার ক্রিকেটাররা। জাতীয় দলের সঙ্গে এইচপি দলও লঙ্কাদ্বীপের বিমান ধরবে বলে জানা গেছে। 

সেখানে পৌঁছে ২০-২৫ দিন অনুশীলন করেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আকরাম খান বলেন, আরেকটা ইস্যু ছিল আমরা এখানে দেশে আর সেখানে কতদিন অনুশীলন করব। সেটার মোটামোটি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা খুব সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কা যাব এইচপি দল সহ। সেখানে ২০-২৫দিন একসঙ্গে অনুশীলন করব। তারপর তো আমাদের ২৪ অক্টোবর আমাদের খেলা আছে’ আরও যোগ করেন তিনি। 

বুধবার বাংলাদেশের লঙ্কা সফর নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির কয়েকজন কর্তা। সভায় সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, দুই বোর্ড পরিচালক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও উপস্থিত ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন।  

2021-05-04 22:50:22

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: