১০০ মাইল গতিতে বোলিং করতে চান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
১০০ মাইল গতিতে বোলিং করতে চান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক

কন্ডিশন এবং পরিস্থিতি সহায়ক থাকলে ১০০ মাইল গতিতে বোলিং করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মিচেল স্টার্ক। গতি দিয়ে বরাবরই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে পারদর্শী এই অস্ট্রেলিয়ান পেসার এর আগে দুবার ৯৯ মাইল গতিতে বোলিং করেছেন। এবার নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি। 

করোনাকালে দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে রয়েছেন স্টার্ক। তবে অখন্ড অবসরের এই সময়টায় নিজেকে ফিট রাখার জন্য প্রাণান্ত পরিশ্রম করেছেন তিনি। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি বোলিং অ্যাকশন নিয়েও কাজ করেছেন পুরোদমে। সবমিলিয়ে গতির ঝড় তুলতে পুনরায় প্রস্তুত বাঁহাতি এই পেসার।

স্টার্ক বলেছেন, এর আগে দুবার ঘণ্টায় ১৬০ কিলোমিটারের ৯৯ মাইল আশপাশে ছিলাম। দুবারই পায়ে চোট পেয়েছি। যখন সবকিছু ঠিক থাকবে, ছন্দে থাকব এবং কন্ডিশনও সহায়ক হবে তখন স্পিডগানের গতি মাপার যন্ত্র গতি বাড়াতে পারব। সম্ভবত এই বিরতিতে জিমে থাকা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ায় আমি আবারও সামর্থ্যের শেষ দেখার চেষ্টাটা করতে পারব।

বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার ফলে গতি ধরে রাখা সম্ভব হবে বলে বিশ্বাস করেন স্টার্ক। গতি ধরে রাখার ক্ষেত্রে কোনো প্রকার আপোস করতে নারাজ ৩০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। আর সেকারণেই প্রতিনিয়ত উন্নতি করছেন তিনি। 

স্টার্ক বলেন, অ্যাকশনটা একটু ঘষামাজা করায় গতি ধরে রেখেই লাইন-লেংথে ধারাবাহিক থাকতে পারব। আমি এখনো জোরে বল করতে চাই এবং তা নিয়ে কোনো আপস করব না। তবে এটা করতে গিয়ে ব্যয়বহুল হওয়া যাবে। অ্যাকশনটা ঠিক করা এতে কাজে লাগবে।

ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত সর্বোচ্চ গতিতে বোলিং করা পেসারের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের শোয়েব আখতার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬১.৩ কিলোমিটার/১০০.২২ মাইল গতিতে বোলিং করে রেকর্ডবুকে নাম লেখান তিনি। 

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: