যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল

আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা মিশনে নামবে ব্রাজিল। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শেষ প্রস্তুত সেরেছে ব্রাজিল। যদিও সেই প্রস্তুতিটা ভালো হয়নি নয়বার কোপা শিরোপা জয়ীদের। ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দেওয়ার জন্যই যেন এ ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। রক্ষণে জমাট বেধে গোল হজম না করার দিকে পূর্ণ মনোযোগ ছিল যুক্তরাষ্ট্রের। সঙ্গে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার ইচ্ছে। যা বেশ কাজেও দিয়েছে যুক্তরাষ্ট্রের। ম্যাচের সিংহভাগ ৬১ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে মোট ২৫টি শট নিয়েও খুব একটা সাফল্য পায়নি ব্রাজিল। যার মধ্যে ১২টি শটই ছিল গোলের উদ্দেশ্যে নেওয়া অন টার্গেট শট। বিপরীতে যুক্তরাষ্ট্র শট নিয়েছে ৭টি।

যদিও এ ম্যাচে প্রথম সাফল্যটা পেয়েছিল ব্রাজিলই। ম্যাচের ১৭ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল দারুণ দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে ব্রাজিলকে ম্যাচে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১০ মিনিট না যেতেই হজম করে বসে গোল। ২৬ মিনিটে যুক্তরাষ্ট্রকে ম্যাচে ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। সমতায় থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ব্রাজিল। তবে ততক্ষণে তাদের পরিকল্পনা পরিষ্কার হয়ে যায় যুক্তরাষ্ট্রের। রক্ষণে কড়া পাহারা বসায় দলটি। আর তাতেই আটকে যায় ব্রাজিল। কোপার আগে যা বাড়তি সর্তকতাও দলটির জন্য।

ব্রাজিলের কোপা মিশন শুরু হবে ২৫ জুন। গ্রুপ ডি তে তাদের তিন প্রতিপক্ষ কোস্টারিকা, কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। এরপর আগামী ২৯ জুন ও ৩ জুলাই প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: