মুনা মুস্তাফাঃ আজ সকাল ৭টায় সিডনীর হারবার ব্রীজের ব্রাডফিল্ড হাইওয়ের মিলারস পয়েন্টে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গাড়ীর ভেতর আটকে পরেন আরেকজনের তাৎক্ষণিক মৃত্যু হয়। অন্য আরো তিনজন আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে নেয়া হয়।
ঘটনাস্থলে উদ্ধার কাজে তাৎক্ষণিক বেশকিছু ইমারজেন্সী রেসকিউ টিম ও একটি রেসকিউ হেলিকপ্টার আসে। অতিরিক্ত গতিতে গাড়ী চালানোতেই এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এখন এই এলাকায় সৃষ্ট ট্রাফিক জ্যামের কারনে অন্যান্য যানবাহনকে ভিন্ন রুট দিয়ে চলাচলের উপদেশ দেয়া হয়েছে।
2021-05-04 20:12:11
আপনার মতামত লিখুন :