করোনা মহামারীর মধ্যে দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা রোধে স্বাস্থ্য খাতে শুদ্ধি অভিযান শুরু করেছে যখন সবকিছুই প্রায় ধ্বংস। শুদ্ধি অভিযানের নামে স্বাস্থ্য অধিদফতর, কেন্দ্রীয় ঔষধাগারে নিয়োগ-বদলির মাধ্যমে রদবদল করা হচ্ছে।
ছোট-বড় ৪৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, আরটিপিসিআর ল্যাব, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
দুর্নীতির অভিযোগ ওঠায় করোনা হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের হোটেল বাস বন্ধ করা হয়েছে। একই ধারাবাহিকতায় দুর্নীতির অভিযোগে শুধুমাত্র ১৪ ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে যারা চুক্তি করতো তারা অধরাই।
স্বাস্থ্য অধিদফতর থেকে এ অভিযান চালানো হচ্ছে। আগামী শনিবার অভিযানের প্রাথমিক ধাপ সম্পন্ন হবে বলে জানা গেছে। এর আগে নাম মাত্র বিভিন্ন ক্লাবে যেমন ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়েছে, তেমনি স্বাস্থ্য খাতেও হয়তো হবে। যদিও ক্যাসিনো মালিকদের কিছু হয়নি তবে দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :