স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালকের পদত্যাগের পর এবার হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আমিনুল হাসান লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদফতরের নানা অনিয়মের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়।
সম্প্রতি রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদফতরের সম্পৃক্ততার প্রমাণও মেলে।
রিজেন্ট হাসপাতালকে কোভিড চিকিৎসায় অনুমোদন দেয়ার জন্য মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিলো বলে জানায় স্বাস্থ্য ডিজি।
মন্ত্রণালয় দায় না নিয়ে কারণ দর্শানোর নোটিশও দেয় স্বাস্থ্য ডিজিকে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোরও ইঙ্গিত মেলে।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :