সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে এমন বক্তব্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের প্রভাব অনেক বেশি।
তিনি বলেন, যেখানে অন্যায় অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। দুটি প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে।
যেখানে এমন হবে সেখানেই আইনের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরকারের নজরে আসায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অনিয়ম অন্যায়ে বিরুদ্ধে সমাজেরও কিছু দায়িত্ব আছে। এক জায়গায় না, সব জায়গায় সমস্যা রয়েছে। সব জায়গায় শুদ্ধ হওয়া দরকার।
তিনি বলেন, সাপ্লাইয়ার ও বায়ারদেরও অনেস্ট হওয়া উচিত। যেখানে যে পর্যায়ে যেই দায়িত্ব পালন করছেন সবারই সততার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত।
2021-01-30 06:29:31








































আপনার মতামত লিখুন :