সৌরভ গাঙ্গলি বক্তব্য ভিত্তিহীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ২:৫৮ অপরাহ্ন
সৌরভ গাঙ্গলি বক্তব্য ভিত্তিহীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি লাইভ প্রোগ্রামে এশিয়া কাপ বাতিলের ঘোষণা দেন সৌরভ গাঙ্গলি। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির এই বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া প্রধান সামিউল হাসান।

সামিউলের মতে গাঙ্গুলি নন, বরং এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (সভাপতি) নাজমুল হাসান পাপনের। সেকারণে গাঙ্গুলির বক্তব্যকে আমলে নিচ্ছেন না তিনি।

এই প্রসঙ্গে সামিউল বলেন, ‘সৌরভ যে বক্তব্য দিয়েছেন, সেটা কোন প্রভাব ফেলবে না। যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোন মূল্য থাকে না। এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। ঘোষণাটা একমাত্র এসিসি প্রধান নাজমুল হাসান দিতে পারেন। আমার জানা মতে, আগামী এসিসি বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।’

২০১৮ সালের নভেম্বর এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাই এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন থাকায় এখনই এই ব্যাপারে নিজের বক্তব্য জানাতে পারছেন না তিনি।

2021-05-04 14:58:43

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: