গত ২৩ জুন বলিউড অভিনেত্রী সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়ে সম্পন্ন হয়। হিন্দু বা মুসলমান রীতিতে নয়, তারা বিয়ে করেন আইনিভাবে। এ বিয়েতে তার বাবা প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা উপস্থিত ছিলেন।
বিয়ের আগে থেকেই মুসলমান বিয়ে করা নিয়ে সোনাক্ষীর সমালোচনার মুখোমুখি হন। এবার তাদের বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যায়িত করে বিক্ষোভ করেছে বিহারের পাটনার শিব ভাবানী সংগঠন। নেটমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
সোনাক্ষীর পোস্ট করা বিয়ের ছবিগুলোতে নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ চলার এক পর্যায়ে মন্তব্য অপশন বন্ধ করে দেন সোনাক্ষী ও জাহির। এমন পরিস্থিতিতে মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা।
তিনি সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে বলেছেন, আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে। সে যা করেছে, দেশের সংবিধান মেনে করেছে। একে ‘লাভ জিহাদ’ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত। নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে।
সূত্র-আনন্দবাজার
আপনার মতামত লিখুন :