সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর মহড়া


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ন
সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর মহড়া

সদস্য হতে আগ্রহী দু’দেশ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বাল্টিক সাগরে দুই সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়।

১৬টি দেশের সামরিক বাহিনীর সাত হাজারেরও বেশি সদস্য এতে অংশ নিচ্ছেন। এই ১৬ দেশের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডও রয়েছে।

১৯৭২ সাল থেকে প্রতি বছর বাল্টপস নৌ মহড়া নামে পরিচিত এই অনুশীলন চালিয়ে আসছে ন্যাটো। সুনির্দিষ্ট কোনও হুমকির জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হয় না।

এই মহড়া শুরুর একদিন আগে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ নিয়ে  ফোনে কথা হয় তাদের। স্টোলটেনবার্গ জানিয়েছেন, এরদোয়ানের সঙ্গে তার ‘গঠনমূলক ফোনালাপ’ হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: