সিলেট, সুনামগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
সিলেট, সুনামগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছে

ভারতের মেঘালয় ও আসাম এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সিলেট ও ​​সুনামগঞ্জ জেলার নিচু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে।

সুরমা নদী অনেক অংশে উপচে পড়েছে এবং অন্যান্য নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘমেয়াদে বন্যার ঝুঁকি বাড়ছে, আমাদের সিলেট প্রতিনিধি সিলেট ও ​​সুনামগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে রিপোর্ট করেছেন।

সুনামগঞ্জে, সুরমা আজ (শনিবার) সকাল ৯ টা ৪০ মিনিটে নগরীর অঞ্চলে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপরে উপচে পড়ছিল। সুনামনজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডাব্লুডিবি) নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান জানিয়েছেন, কাজির পয়েন্ট, রিভারভিউ এবং উকিলপাড়া-র মতো পৌরসভায় অঞ্চলগুলি জলাবদ্ধতায় পড়েছে।

বিডাব্লুডিবি কর্মকর্তা জানিয়েছেন, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, শুল্লা ও ছাতক উপজেলার অনেক জায়গায় বন্যার ফলে নদীর ভাঙ্গন দেখা দিয়েছে।

এদিকে সিলেটে, কানাইঘাট উপজেলা পয়েন্টে সুরমা নদী বিপদসীমা থেকে ৪০ সেন্টিমিটার ওভারে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য পয়েন্টেও পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে সিলেটের বিডব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী মো। শহিদুজ্জামান সরকার জানিয়েছেন।

অন্যদিকে, সারিঘাট পয়েন্টে শাড়ি নদী বিপদের স্তর থেকে ৪৫ সেন্টিমিটার নীচে, তবে ভারত থেকে আগত বন্যা ইতিমধ্যে গোয়াইনঘাট, জৈন্তিয়াপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলার নিম্ন-নিচু অঞ্চলগুলিকে ডুবে গেছে, শহীদুজ্জামান জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থ উপজেলাগুলিতে এক লক্ষাধিক মানুষ জলাবদ্ধ রয়েছেন এবং উপজেলা প্রশাসন বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: