মুনা মোস্তাফাঃ সিডনীর একটি পার্টি বাসের অপারেটরকে সিডনী পুলিশ করোনা ভাইরাসের নিয়ম নিষেধাজ্ঞা ভঙ্গ করার জন্য জরিমানা করেছে।
গত শনিবার রাতে সিডনী সিবিডি তে ৪৩ জন লোক ঐ পার্টি বাসে করে পেনরিথ থেকে আসছিলো। ২৫ বছর বয়স্ক কলিটন থেকে আগত বাস অপারেটরকে $৫০০০ ফাইন করা হয় নিয়ম ভঙ্গ করার দায়ে। নিউসাউথ ওয়েলস এর পাবলিক সমাগম মাএ ২০ জনে নির্ধারণ করা হয়েছে। বাসটিতে বেশ কিছু আনডাএইজড মানুষ ও ছিলো যাদের মধ্যে একজন ১৭ বছরের টিনএজার কোকেন সহ ধরা পরে বলে পুলিশ রিপোর্ট করে। উক্ত টিন এজারকে ইয়ং অফেন্স এক্ট এর আন্ডারে আনা হবে বলে জানা যায়।
2021-05-04 20:09:28
আপনার মতামত লিখুন :