সিডনী পার্টি বাসের জরিমানা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৮:০৯ অপরাহ্ন
সিডনী পার্টি বাসের জরিমানা

মুনা মোস্তাফাঃ সিডনীর একটি পার্টি বাসের অপারেটরকে সিডনী পুলিশ করোনা ভাইরাসের নিয়ম নিষেধাজ্ঞা ভঙ্গ করার জন্য জরিমানা করেছে।

গত শনিবার রাতে সিডনী সিবিডি তে ৪৩ জন লোক ঐ পার্টি বাসে করে পেনরিথ থেকে আসছিলো। ২৫ বছর বয়স্ক কলিটন থেকে আগত বাস অপারেটরকে $৫০০০ ফাইন করা হয় নিয়ম ভঙ্গ করার দায়ে। নিউসাউথ ওয়েলস এর পাবলিক সমাগম মাএ ২০ জনে নির্ধারণ করা হয়েছে। বাসটিতে বেশ কিছু আনডাএইজড মানুষ ও ছিলো যাদের মধ্যে একজন ১৭ বছরের টিনএজার কোকেন সহ ধরা পরে বলে পুলিশ রিপোর্ট করে। উক্ত টিন এজারকে ইয়ং অফেন্স এক্ট এর আন্ডারে আনা হবে বলে জানা যায়।

2021-05-04 20:09:28

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: