আজ ২৮ মে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, উদ্যোগে সিডনির ব্যাংকসটাউন প্যাসওয়ের ভেন্যুত ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়।
মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা শুভেচ্ছা বক্তব্য দেন এবং তিনি আগত অথিতি স্পন্সর, সংগঠক, সাংবাদিকসহ সকল সেচ্ছাসেকদেরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামি বছর ২০২৩ সালের ১৮ মার্চ একই ভ্যানুতে ‘বৈশাখী মেলার’ তারিখ ঘোষণা করেন।
মেলার মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত ফোক সম্রাজ্ঞী ডঃ মমতাজ বেগম। এছাড়াও অংশগ্রহণ করেন সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ। দেশীয় খাবারের স্টলগুলি ছাড়াও ছিল বিভিন্ন ধরনের স্টল এবং বাচ্ছাদের রাইডস। সর্বশেষে আতশবাজির মাধ্যমে মেলার সমাপ্তি করা হয়।
আপনার মতামত লিখুন :