বাংলাদেশে জেকেজি হেলথ কেয়ার কে স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য অনুমতি দেওয়া হয়।
আর এই জেকেজির চেয়ারম্যান হলো বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি ডা. সাবরিনা আরিফ। জেকেজি স্যাম্পল কালেকশন করে তা পরীক্ষা না করে হাজার হাজার ভুয়া বা জাল সার্টিফিকেট প্রদান করেছে।
শুধু তাই নয়; বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের করোনাভাইরাস সংক্রমণের বিষয় জাল বা ভুয়া রিপোর্ট প্রদান করছে। যা পরবর্তীতে বিভিন্ন দেশে মিথ্যা প্রমাণিত হয়েছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ডা. সাবরিনা আরিফ জেকেজি হেলথ কেয়ার নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগীদের নিয়ে সরকারি প্রতিষ্ঠানের নাম এবং লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে পজিটিভ জাল রিপোর্ট সরবরাহ করে নিরীহ লোকদের টাকা আত্মসাৎ করেন।
আপনার মতামত লিখুন :