ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত রাজধানীর সাত কলেজের সকল পরীক্ষা করোনাকালের পর থেকে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশে এখন আর দেরী হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সাত কলেজের সমন্বয়ক ও কবি নজরুল কলেজের প্রিন্সিপাল আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। এ ক্ষেত্রে খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের পরীক্ষার ফলাফল প্রকাশে দেরী হওয়ার কারণে লম্বা সেজনজটের মুখোমুখি হচ্ছিল শিক্ষার্থীরা। অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকার সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :