সাজানো বন্দুক যুদ্ধে ৩ কাশ্মীরিকে হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ১০:৪৭ অপরাহ্ন
সাজানো বন্দুক যুদ্ধে ৩ কাশ্মীরিকে হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী

গত জুলাইয়ে করোনাভাইরাসের কারণে চলা লকডাউনের মধ্যে তিন কাশ্মীরি শ্রমিককে হত্যার সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে স্বীকার করেছে ভারতীয় বাহিনী।

শভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত ১৮ জুলাই সেনাবাহিনী জানিয়েছিল, তারা শোপিয়ানের আমশিপোরা গ্রামে অজ্ঞাত তিন ‘বিদ্রোহীকে’ হত্যা করেছে।

এখন তদন্তে দেখা গেছে, তারা রাজৌরি জেলার বাসিন্দা ছিলেন, যাদের সাজানো বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিল তাদের পরিবার।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বিবৃতিতে বলেন, ‘সেনা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমশিপোরা অভিযানের বিষয়ে তদন্ত শেষ হয়েছে।

তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু প্রমাণ মিলেছে যাতে মনে হয়েছে, অভিযানের সময় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের (এএফএসপিএ) অধীনে প্রয়োগ করা ক্ষমতা মাত্রা ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘তদন্তে সংগৃহীত প্রাথমিক প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, আমশিপোরা অভিযানে নিহত তিন অপ্রমাণিত সন্ত্রাসী হলেন ইমতিয়াজ আহমেদ, আবরার আহমেদ ও মোহাম্মদ ইবরার।

তারা রাজৌরি থেকে ফিরছিলেন। তাদের ডিএনএ প্রতিবেদন আসার অপেক্ষায় রয়েছে। সন্ত্রাস বা এ সম্পর্কিত কর্মকাণ্ডে তাদের যোগসূত্রের বিষয়ে পুলিশ তদন্ত করছে।’

এর আগে পুলিশের বিবৃতিতে দাবি করা হয়েছিল, ওই অভিযানে সেনা কর্মকর্তাদের ওপর গুলি চালানো হয়।

ভারতশাসিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। নির্যাতনের এমন ঘটনা নিয়ে সরব ভারতের মানবাধিকার সংগঠন ও বিভিন্ন ব্যক্তি।

ভারতের বাইরে পাকিস্তান বার বার এমন নির্যাতনের কথা বলে আসছে। এমনকি জাতিসংঘে ভারতীয় সেনাবাহিনীর নির্যাতনের ঘটনা বর্ননা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান,

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে ক্ষমতার অপব্যবহার করে বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে নিরীহ কাশ্মীরিদের হত্যার কথা স্বীকারের ঘটনা বেশ বিরল।

2021-05-04 22:47:02

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: