সব অভিযোগ থেকে অব্যহতি দিয়ে দেশে পাঠান হচ্ছে রায়হানকে


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
সব অভিযোগ থেকে অব্যহতি দিয়ে দেশে পাঠান হচ্ছে রায়হানকে

মালয়েশিয়ায় অভিবাসীদের পক্ষে কথা বলায় গ্রেফতার হওয়া রায়হান কবীরকে সকল অভিযোগ থেকে অব্যহতি দিয়ে দেশে পাঠাচ্ছে দেশটির সরকার। করোনা পরিক্ষা ও বিমান টিকেট নিশ্চিত হলেই তাকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

রায়হান কবীরের আইনজীবী সাংবাদিকদের এই তথ্য জানান।

রায়হানের দুই আইনজীবী কে সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড -১৯ এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পরে ফ্লাইটের টিকিট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্ৰেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের উপর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী করোনা লকডাঊনে যে অমানবিক আচরন করে তারই প্রতিবাদে আল-জাজিরায় লকড আপ ইন মালয়েশিয়া ’স লকডাউন’ শিরোনামে একটি ডকুমেন্টরীতে কথা বলেন রায়হান কবীর।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: