শ্রীলঙ্কা সিরিজের জন্য আগামীকাল থেকে দলীয় অনুশীলনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই দুই দফায় করোনা পরীক্ষা করা হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফদের।
দুই দফা পরীক্ষা শেষে বিসিবি জানিয়েছে আগামীকাল রোববার ২৭ ক্রিকেটারকে টিম হোটেলে রাখা হবে। এখান থেকেই নিয়মিত অনুশীলন করবেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই স্কিল ট্রেনিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
২৭ সদস্যের দলে যারা আছেন:
মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান,
ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।
2021-05-04 21:13:39
আপনার মতামত লিখুন :