শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ২৭ সদস্যদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৯:২৩ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ২৭ সদস্যদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ

করোনার পর প্রথম মাঠে নামতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। যার শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের ম্যাচ দিয়ে। আর আসন্ন
এ সিরিজের জন্য ২৭ সদস্যের প্রাথমিক টেস্ট দলের একটা রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

যদিও মূল স্কোয়াডে জায়গা পাবেন ২০ ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এসময় তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য আমরা মাহমুদুল্লাহকে রেখেছি। প্রাথমিক দল ঘোষণা করলেও সফরের আগে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোর্ড।

নান্নু আরো বলেন, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে আমরা দলটিকে বড় করেছি যাতে কয়েকজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা যায়। ২৭ সদস্যের দলে আমরা ৯ জন পেসার রেখেছি তবে ২০ সদস্যের স্কোয়াডে থাকবেন ৬ পেসার। শ্রীলঙ্কায় সফর করার পর সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে। বাকি ৩ জনকে আবার ঢাকায় ফেরত পাঠানো হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ।

2021-05-04 21:23:10

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: