শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের জয় 


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৬:০২ অপরাহ্ন
শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের জয় 

নতুন চমক দেখিয়ে শ্রীলংকায় আবারো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচনের রাজাপাকসের দল পিপল’স পার্টি নির্বাচনে আনুষ্ঠানিক জয় ঘোষণা করে। তারা সংসদের দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। 

পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৪৫ টিতে জয় পায় তারা। আর তাদের শরীকদের কাছ থেকে পায় আরো ৫ টি আসন। নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়ছেন এসএলপিপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

আর সংবিধান সংশোধনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে লড়ছেন তার ছোট ভাই ও রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোটাবায়া রাজাপাকসে। 

2021-05-04 18:02:44

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: