

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ হতে চলেছে । যদিও তারকা দম্পতির কেউ-ই এখনো এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি।
তবে এবার তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর নিশ্চিত করলেন দুজনের ঘনিষ্ঠ এক বন্ধু। সেই বন্ধুটি তাদের বলেছেন, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, যা এই দম্পতির জন্য দুঃখজনক।
তিনি আরও বলেছেন, বিচ্ছেদের পর খুবই হতাশায় ভুগছেন সানিয়া মির্জা।
জানা গেছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।






































আপনার মতামত লিখুন :