শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের জন্যই করোনাভাইরাসের মহামারীকালেও দেশে মানুষের খাবারের কোন অভাব নেই


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন
শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের জন্যই করোনাভাইরাসের মহামারীকালেও দেশে মানুষের খাবারের কোন অভাব নেই

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের জন্যই করোনাভাইরাসের মহামারীকালেও দেশে মানুষের খাবারের কোন অভাব নেই।

অথচ ইতি মধ্যে দেশের উওর অঞ্চলের বন্যার জন্য লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে খাবারের অভাবে ভুগছে।

তিনি বলেন, মানুষ যাতে খাবারের জন্য কোন কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রী আরো বলেন, সেজন্য সরকারীভাবে যেমন ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, তেমনিভাবে দলীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানীর সরকারী বাসভবন থেকে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা পরিশোধের বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, সরকার অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা ক্রমান্নয়ে বৃদ্ধি করে চলেছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার অসহায় ও গরীব মানুষের সরকার বলেই দু:স্থ, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।

2021-01-30 06:29:31

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: