শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা


অনলাইন ডেক্স প্রকাশের সময় : মার্চ ১১, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন
শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। পবিত্র মক্কা হতে মিনার পর্যন্ত যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষের পদচারণ থাকতো, এবার যাত্রা শুরু করবেন মাত্র ১০ হাজার মুসল্লি।

সন্ধ্যায় তারা মক্কা থেকে মিনায় যাবেন। বুধবার সারা দিন মিনায় থেকে বৃহস্পতিবার আরাফাত ময়দানে যাবেন তারা। সেখানে দিনভর ইবাদত করে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর জিকির করবেন। আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে মুজদালিফায় যাবেন তারা।

মুজদালিফায় রাত যাপন করে পর দিন শয়তানকে পাথর ছুঁড়ে মারবেন হজব্রত পালনকারীরা। এরপর আল্লাহর সন্তষ্টির জন্য পশু কোরবানি দেবেন তারা। করোনার কারণে এবার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

2021-03-11 20:35:11

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: