ফাঁদে পা দিবেন নাকি লড়বেন?
কি নিয়ে লড়ছেন আপনি?
আপনি কি পুলিশের বিপক্ষে লড়ছেন?
আপনি কি কোন নামের পক্ষে লড়ছেন?
আপনি নি নাম দিয়ে বিচার করছেন কে হিন্দু কে মুসলিম?
ভারত বা পাকিস্তান বিদ্বেষী হতে হবে আপনাকে, বাংলাদেশ পন্থি হতে হলে?
মেজর সিনহা খুন হয়েছে এটা সমস্যা, নাকি মেজর সিনহা খুন হয়েছে ক্রসফায়ারের মত একটা আইনে সেটা সমস্যা?
আপনার সমস্যার সমাধান হবে না, যদি আপনার সকল ক্ষমতা আপনি বিনিয়োগ করেন ব্যক্তি, ধর্ম আক্রমণে। এতে আপনিই বিভক্ত হয়ে পড়বেন আপনার নিজের অজান্তেই। বিভক্তির রাজনীতি সব সময়ই ক্ষমতাবানদের লাভবান করে। বিভক্তি ক্ষমতাবানদের সহায়তা করে জনগণের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতে। জনগণ আপনার সঠিক, যথার্থ দাবী থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয় আপনি লড়ছেন ক্রস ফায়ারের বিপক্ষে, রাষ্ট্রের বিচার বহির্ভূত হত্যা কাণ্ডের বিরুদ্ধে; সমাজের ভেতরে বিভেদ বা বিভক্তি লালন করতে নয়।
প্রিয়া সাহা যদি বলেন – গুলি তো প্রদীপ সাহা করে নাই, তার নামে এতো কথা কেন সেইই বা আসামী কেন। তা হলে কি প্রিয়া সাহাকে আপনি বা আমি দোষী করতে পারি নাকি করবার অবকাশ আছে? আমাদের চারিপাশের ঘটনা দেখলেই কিন্তু মনে হতেই পারে প্রিয়া সাহা খুব সঠিক কথা বলেছেন।
খুব নিকটতম ঘটনা, করোনা দিনে যখন দেশের বিমান বন্দর বন্ধ ঠিক তখন শিকদার দুই ভাই বিমানে করে দেশের বাহিরে চলে গেল। যে দেশে তারা গেল তাদের গ্রহণ করল, জায়গা দিল আমাদের দেশের কোন এক দপ্তরের অনুরোধে। রন ও রিক শিকদার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দেশের এক বেসরকারি ব্যাংক এর এম ডি কে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল, আটকে রেখেছিল বনানীতে। বনানী ১১ নং এর সকল সড়কের মুখেই পুলিশ পাহারা থাকে নিরাপত্তার জন্য। ১১ নং রাস্তার দু প্রান্তই পুলিশ তল্লাশির চৌকির কারণে চিপা করে রাখা হয়েছে – নিরাপত্তা মানেই চিপায় চল। সেই এগার নম্বরেই ঘটছে ঘটনা। দায়ী কে?
প্রিয়া সাহা যে দাবী করছেন সে কারণে তাকে দোষ না দিয়ে বরং ধন্যবাদ দেয়া জরুরী। কেবলমাত্র মেজর সিনহাকে গুলি করবার হুকুমের কারণেই যদি প্রদীপ সাহা বন্দি হন বা আলোচনায় আসেন তবে তো প্রদীপ সাহা যে আইনের কারণে, যে ক্ষমতার বলে এই গুলি করবার হুকুম দেন তা সবার সামনে আশা এবং বন্দি হওয়া জরুরী নয় কি?
প্রদীপ সাহার ভারতে বাড়ি আছে। প্রদীপ সাহার স্ত্রীর পাসপোর্টে ছবি ভাসছে মিডিয়ায় প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে প্রদীপ সাহা ভারতের নাগরিক। আবার মিডিয়ায় এও বলছে প্রদীপ সাহা তার বনের বেশ বড় একটা জায়গা দখল করেছে চিটাগাং এ। অর্থাৎ প্রদীপ সাহা বাংলাদেশ বংশ উদ্ভূত।
বাংলাদেশের অনেক এমপি সহ বিজনেসম্যানদের এই দ্বৈত নাগরিকত্ব ওপেন সিক্রেট বিষয়। একজন এমপি যিনি কিনা দেশে চলবে কি ভাবে সে আইন তৈরি করেন তার বিদেশে বাড়ি থাকলে, দ্বৈত নাগরিকত্ব থাকলে যদি বিষয় না হয় তবে একজন সরকারি চাকুরীজীবীর বিদেশে বাড়ি থাকবে বা না তবে সেই নীতি নির্ধারণ করবে কে?
ওসি প্রদীপ সাহার ভারতে বাড়ি ও স্ত্রীর ভারতীয় পাসপোর্ট দিয়ে যদি প্রমাণই হয় ওসি বিদেশী ভারতীয় নাগরিক তবে কি এটি নিশ্চিত হয় ওসি প্রদীপ সাহা ভারতীয় চর হিসাবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে কাজ করছে? ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। ভারতের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের ভেতর অস্থির পরিবেশ তৈরি করা কি আসলেই ভারতের কাম্য? ভারতের কোন স্বার্থটা ভারত ষোল আনা আদায় করছে না বাংলাদেশের কাছ থেকে? ওসি প্রদীপ সাহা ১৯৯৬ এ পুলিশ বাহিনীতে চাকুরী করে তার দক্ষতার ‘ক্রসফায়ারে মানুষকে গুলি করে খুন করবার’ প্রমাণ স্বরূপ বর্তমান প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবার ছবিও মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ভারতীয় চর হিসাবে ২৪ বছর পুলিশ বাহিনীতে কাজ করল এই ব্যর্থতা কার? আর এই দায়ই বা নিবে কে?
ওসি প্রদীপ সাহাকে ভারতীয় চর হিসাবে প্রতিষ্ঠিত করলে বিষয়টি হয়ে পরে রাজনৈতিক। রাজনৈতিক বিষয় রাজনৈতিক ভাবে মোকাবিলা করবার জন্য আপনার রাজনীতিটা কি? যে ব্যবস্থা ওসি প্রদীপদের তৈরি করে, যে রাজনৈতিক ব্যবস্থা শিকদার এর দুই ভাই কে প্রশ্রয় আশ্রয় দেয় সেই রাজনীতি কি পাল্টে দিতে কি ধরনের রাজনীতি আমদানি করছেন। সমগ্র রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার ছাড়া কি কেবল ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি বদলের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সম্ভব? খুব পষ্ট ও ছোট উত্তর – না। বাংলাদেশের চলমান রাষ্ট্র ব্যবস্থায় চলে আসছে দেশটার জন্মের পর থেকেই। চলমান ব্যবস্থার পরিবর্তনের প্রস্তুতি ছাড়া কোন আন্দোলন কোন দাবিই বর্তমানের অরাজকতা বন্ধ করতে পারবে না বরং বাড়বে তা দিনে দিনে।
আদীল এ হোসেন
ঢাকা
2021-01-30 06:29:31
আপনার মতামত লিখুন :