লাসকে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে: আর্সেনাল


অনলাইন ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন
লাসকে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে: আর্সেনাল

লাসকে তাদের মাঠে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল। একবার করে গোল করেছেন কাই হাভার্টজ, গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগোর ও জর্জিনিয়ো।

এর মধ্যে জর্জিনিয়ো বাদে বাকিরা সবাই গোরের দেখা পেয়েছেন প্রথামার্ধেই। আর তাতেই হয়ে গেল নতুন রেকর্ড। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। কোনো ইংলিশ ক্লাবের ম্যাচের প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থাকার ঘটনাও এটিই প্রথম।৬-০ গোলে জয়ের ব্যবধানটাও মিকেল আর্তেতার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে পরাজয় এবং দলটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।

এ জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হিসেবে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্সেনাল।

গ্রুপের অন্য ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারানো পিএসভি আইন্দহোভেন ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লঁস।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: